বার্তাকক্ষ
মঙ্গল গ্রহে প্রাচীন হিমবাহের অবশেষ পাওয়া গেছে। ফলে বোঝা যাচ্ছে সেখানে এখনও পানির কিছুটা গঠন রয়েছে। মানুষও একদিন এই লাল গ্রহে পা রাখবে বলে আশা করা হচ্ছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মঙ্গল গ্রহে প্রাচীন হিমবাহের অবশেষ পাওয়া গেছে।মঙ্গল গ্রহে প্রাচীন হিমবাহের অবশেষ পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, বরফের বড় অংশ এখন আর সেখানে নেই। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, মঙ্গল গ্রহের নিরক্ষীয় অঞ্চলে এক সময় হিমবাহের অস্তিত্ব ছিল। সেখানে যা জমে থাকে তাতে সাধারণত হালকা রঙের সালফেট লবণ থাকে।
গবেষণা দলটি হিমবাহের অভ্যন্তরে তৈরি ক্রেভাস ক্ষেত্র বা গভীর কীলক-আকৃতির খোলা অংশগুলোও পর্যবেক্ষণ করেছে। মঙ্গল গ্রহের এই ফলাফলগুলো সম্প্রতি টেক্সাসের উডল্যান্ডসে ৫৪তম চন্দ্র-গ্রহ বিজ্ঞান সম্মেলনে ঘোষণা করা হয়েছিল।
এসইটিআই ইন্সটিটিউট ও মার্স ইন্সটিটিউটের সিনিয়র গ্রহ বিজ্ঞানী ডক্টর প্যাসকেল লি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা যা পেয়েছি তা বরফ নয় বরং হিমবাহের বিশদ আকারগত বৈশিষ্ট্যসহ লবণের স্তূপ। মূলত, এই লবণ হিমবাহের উপরে গঠিত হয়।’
গবেষকরা মনে করছেন, হিমবাহের দৈর্ঘ্য ছিল সাড়ে তিন মাইল বা ছয় কিলোমিটার। প্রস্থ ছিল আড়াই মাইল বা চার কিলোমিটার।