মধুমতিতে গোসলে নেমে যুবক নিহত

0
12

মোল্লাহাট সংবাদদাতা
বাগেরহাটের মোল্লাহাটে নদীতে গোসলে নেমে নিখোঁজের দুই ঘণ্টা পর শুভ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার গাড়ফা গোডাউন জামে মসজিদের পাশে মধুমতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুরের দিকে মোল্লাহাট খাদ্য গুদাম ঘাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে শুভ নিখোঁজ হন। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন উপজেলার মোবারেক হোসেনের ছেলে। তিনি তাবলিগ জামাতে মোল্লাহাট এসেছিলেন। মোল্লহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য হাসানুর রহমান বলেন, খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল মধুমতি নদী থেকে নিখোঁজ শুভর লাশ উদ্ধার করেছে। আমরা তার লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। মোল্লহাট থানার ওসি সোমেন দাশ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করা হচ্ছে।