মধুমতি নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

0
4

মাগুরা সংবাদদাতা
মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র ইয়ামিন শেখ (১২) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল দুপুরে ওই স্কুলছাত্র নিখোঁজ হয়। ইয়ামিন শেখ ফরিদপুর জেলার মধুখালী সদর উপজেলার রাজ্জাক শেখের ছেলে পুলিশ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসলে নেমে তলিয়ে যায় ইয়ামিন। স্থানীয় লোকজনের সহায়তায় নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। আজ দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা ইয়ামিনের লাশ উদ্ধার করে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইয়ামিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’