বার্তাকক্ষ
ভারতের মথুরায় রাধা দামোদরের পর এবার রাধারানি মন্দিরে ঢোকার ক্ষেত্রে পোশাকের নিয়ম নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। রাধারানি মন্দিরের মূল ফটকের সামনে এ সংক্রান্ত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, হাফপ্যান্ট, বারমুডা বা মিনি স্কার্ট পরে আর মন্দিরে ঢোকা যাবে না। খবর এনডিটিভির।
মথুরার মন্দিরটির অন্যতম কর্মকর্তা রাসবিহারী গোস্বামী জানিয়েছেন, আপাতত মন্দিরের মূল ফটকের সামনে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়ম কঠোরভাবে চালু হয়ে যাবে।মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ছেঁড়া জিন্স, রাতের পোশাক পরেও ঢোকা যাবে না মন্দির চত্বরে।
কয়েক মাস আগে মথুরারই রাধা দামোদর মন্দিরে পোশাকবিধি চালু হয়েছিল। সেই মন্দিরে ঢোকার ক্ষেত্রেও হাফপ্যান্ট, বারমুডা, ছেঁড়া জিন্স, মিনি স্কার্ট নিষিদ্ধ।
এবার সেই পথেই হাঁটতে চলেছে আরও একটি মন্দির। গত ২১ জুন বদাউনের বীরুয়াবাদি মন্দিরে ঢোকার ক্ষেত্রে জিন্স, টি-শার্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়।
