বার্তাকক্ষ
রাশিয়ার ভাড়াটে সেনা গ্রুপ ওয়াগনারের প্রধান জানিয়েছেন, মস্কোর সামরিক নেতৃত্বের পতনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ তারা নেবে। তার বাহিনী মস্কো যাওয়ার পথে ‘সবকিছু ধ্বংস করবে।’ ইয়েভজেনি প্রিগোজিন শনিবার এক অডিও বার্তায় এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত যাব।’ প্রিগোজিন দাবি করেছেন, তার বাহিনী দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলে প্রবেশ করেছে। কিন্তু এর স্বপক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। বার্তা সংস্থা এএফপি স্বাধীন সূত্র থেকে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। রাশিয়ার এই ভাড়াটে সেনা গোষ্ঠীর প্রধান বলেছেন, ‘আমাদের পথে যা কিছু দাঁড়াবে আমরা তা ধ্বংস করব।’ প্রিগোজিন গত কয়েক মাস ধরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। শুক্রবার তিনি অভিযোগ করেছেন, মস্কো তার বাহিনীর ওপর মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তিনি এর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিগোজিন তার বার্তায় রুশ সেনাদের তার বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত বছর ইউক্রেনে হামলা শুরুর পর প্রিগোজিনকে নিয়ন্ত্রণে আনা এখন প্রেসিডেন্ট পুতিনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
মস্কোর সামরিক নেতৃত্বকে ধ্বংসের হুমকি রাশিয়ার ভাড়াটে সেনাদের
Published on
