প্রতিদিনের ডেস্ক
মহাকাশে নভোচারীদের চলাচল সীমিত হয়ে যায়। কিন্তু তাই বলে তো আর স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকে না। দীর্ঘদিন মহাকাশে থাকা নভোচারীদের চুলও প্রকৃতির স্বাভাবিক নিয়মে বাড়তে থাকে। কিন্তু মহাকাশে তো আর সেলুন নেই। তাই ভরশূন্যতার মাঝেও তাদের চুল কাটতে হয় মহাকাশেই। সম্প্রতি এক নভোচারীর চুল কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নভোচারী ম্যাথিয়াস মাউরার তার ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিও দেখা গেছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক সহকর্মী ম্যাথিয়াসের চুল কেটে দিচ্ছেন। ভিডিও’র ক্যাপশনে ম্যাথিয়াস লিখেছেন, মহাকাশের সেলুনে পা রাখলাম। সেখানে বহুমুখী প্রতিভার অধিকারী অ্যাস্ট্রো_রাজা আছেন। আমাদের মধ্যে কেউই চাই না যে, আমাদের চুল চোখের মধ্যে এসে পড়ুক, কিংবা এর চেয়েও খারাপ পরিস্থিতির সৃষ্টি হোক। এই স্টেস স্টাইলিশ সার্ভিসের জন্য পাঁচ তারকা দিলাম। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মেগান ম্যাক আরথার নামের এক নারী নভোচারী মহাকাশ স্টেশনের জিরো গ্র্যাভিটি পরিস্থিতিতে কীভাবে মহাকাশচারীরা গোসল করেন এবং চুল পরিষ্কার করেন সেই ভিডিও টুইটারে পোস্ট করেছিলেন।
