বার্তাকক্ষ
মাদকসহ বিমানবন্দরে আটক হয়ে শারজায় কারাবন্দি রয়েছেন বলিউড অভিনেত্রী ক্রিসন পেরেরা। খবর অনুযায়ী, দুবাই বিমানবন্দরে মাদকসহ ধরা পড়েন ক্রিসন। তবে অভিনেত্রীর পরিবারের দাবি, তাকে ফাঁসানো হয়েছে। দুবাইতে ক্রিসনের জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে, যার জন্য ১৩ লাখ টাকা খরচ হবে। ক্রিসনকে দেখা গিয়েছিল মহেশ ভাটের ‘সড়ক ২’ সিনেমাতে।
