নিজস্ব প্রতিবেদক :
যশোরে মাদক (ফেনসিডিল) মামলায় জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদ- ও অর্থদ-ের আদেশ দিয়েছে আদালত। এ মামলায় জাহাঙ্গীরের পিতা একরাম হোসেনকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার স্পেশাল জেলা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন ঝিকরগাছার কাশিপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মুস্তাফা রাজা।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেল ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের মসজিদের সামনে থেকে আলমসাধুসহ চালক জাহাঙ্গীরকে আটক করে। এসময় আলম সাধুর টুলবক্সের ভেতর থেকে ৪০ বোতল ও অতিরিক্ত টায়ারের ভেতর থেকে আরও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে জাহাঙ্গীর ও তার পিতাকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে দুইজনকে অভিযুক্ত করে ২০১১ সালের ১০ ডিসেম্বর চার্জশিট জমাদেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ আলী শেখ। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদ-, ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন বিচারক। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক সাজাপ্রাপ্ত জাহাঙ্গীরের পিতা একরাম হোসেনকে খালালাস দিয়েছেন। সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন পলাতক রয়েছে।