উৎপল ম-ল, ভূরুলিয়া (শ্যামনগর)
শ্যামনগর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি আহত হয়েছেন। মাথা ফেটে ওই ব্যক্তির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি। আহত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে কয়েকজন যুবক তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার মাথায় ৮-১০ টি সেলাই দিতে হয়েছে।
মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির দুর্ঘটনার খবর পেয়ে ডা. আমজাদ হোসেন ছুটে আসেন ও তার চিকিৎসার সব রকম ব্যবস্থা করেন। ডা. আমজাদ হোসেন রাস্তার পাশে থাকা মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে প্রতিদিন খাওয়াতেন। নতুন জামা প্যান্ট কিনে দিতেন ও তার দেখাশোনা করতেন।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, আঘাত বেশ গুরুতর। তার মাথায় সেলাই দেয়া হয়েছে এবং তাকে বেডে স্থানান্তর করা হয়েছে।