মামা-ভাগ্নি থেকে দম্পতি

0
13

বার্তাকক্ষ ,,সত্যজিৎ রায়ের ফেলুদা প্রসঙ্গ এলে সৌমিত্র রায়ের পরই আসে সব্যসাচী চক্রবর্তীর নাম। পাঁচ দশকের অভিনয় জীবনে সব্যসাচী বিভিন্ন চরিত্রে অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন। তার স্ত্রী মিঠু চক্রবর্তীও দক্ষ অভিনেত্রী। অবাক করা তথ্য হলো মিঠু চক্রবর্তী সব্যসাচীর স্ত্রী হলেও তাদের সম্পর্ক মূলত মামা-ভাগ্নি। তারা পরিচয়ের সময়ে পারিবারিকভাবে একজন আরেকজনকে এই সম্পর্কে ডাকতেন।