বার্তাকক্ষ
সেঞ্চুরিয়নে মঙ্গলবার শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ২ টেস্টের সিরিজ। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন বেশ ভালো অবস্থানেই ছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় দিন এসে ইনিংসটাকে বড় করতে পারেনি তারা। অলআউট হয়েছে ৩৪২ রানে। প্রথম দিন ৮ উইকেটে ৩১৪ রান করেছিলো স্বাগতিকরা। দুই ওপেনারের ১৪১ রানের জুটির পর সবাই ভেবেছিলো, প্রোটিয়াদের ইনিংস অনেক বড় হতে যাচ্ছে। কিন্তু মূলত দুই ওপেনার ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে। ওপেনার ডিন এলগার আউট হন ৭১ রান করে। ১১৮ বল খেলে ১১টি বাউন্ডারিতে এই রান করেন তিনি। আরেক ওপেনার এইডেন মারক্রাম ১১৫ রান করে আউট হন। ১৭৪ বল খেলে ১৮টি বাউন্ডারির সাহায্যে এই রান করেন তিনি। এরপর টনি ডি জর্জি আউট হন ২৮ রান করে। অধিনায়ক টেম্বা বাভুমা তো কোনো রানই করতে পারেননি। কিগান পিটারসেন ১৪ এবং হেনরিক্স ক্লাসেন আউট হন ২০ রান করে। মার্কো জানসেন ২৩ রান করে অপরাজিত থেকে যান। শেষ দিকে জেরার্ল্ড কোয়ের্তজে ১৭ এবং অ্যানরিখ নরকিয়া করেন ১৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫ উইকেট নেন অ্যালজারি জোসেফ। ১টি করে উইকেট নেন কেমার রোচ, কাইল মায়ার্স, শ্যানন গ্যাব্রিয়েল এবং জেসন হোল্ডার।