বার্তাকক্ষ ,,মার্ভেলের দুনিয়ায় পা রাখলেন বলিউড দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। তবে অভিনয় নয়, কণ্ঠ দিয়ে এই তারকা দম্পতি মার্ভেল সাম্রাজ্যে আসছেন। হিন্দি অডিবেল অরিজিনাল পডকাস্ট সিরিজে এবার মার্ভেলের সুপারহিরোদের চরিত্রে কারিনা, সাইফদের কণ্ঠ শোনা যাবে। স্টিমিং প্ল্যাটফরম অডিবেল এই প্রথম মার্ভেলস ওয়েস্টল্যান্ডার্স সিরিজকে সম্পূর্ণ ভারতীয় আবহে আনতে চলেছে। মার্ভেল ইউনিভার্সের সুপারহিরোদের নেপথ্যে থাকবেন কারিনা ও সাইফ।