মুগ্ধতা ছড়ালেন লোপেজ

0
7

বার্তাকক্ষ
বয়স যেন বাড়ছেই না পপ তারকা জেনিফার লোপেজের। সম্প্রতি একটি ফটোশুটে নতুন করে মুগ্ধতা ছড়ালেন তিনি। তার আবেদনময়ী ফটোশুটের ছবি রীতিমতো ভাইরাল অনলাইনে। ৫৩ বছর বয়সী এই তারকা যৌথভাবে রিভলভের সঙ্গে তার নতুন জুতার ব্র্যান্ডের প্রচার করতে আবেদনময়ী রূপে হাজির হন ক্যামেরার সামনে। সম্প্রতি নিজের ব্র্যান্ড ‘জেএলও- জেনিফার লোপেজ শুজ’ উন্মোচন করেছেন জেনিফার।