‘মুজিব’স বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে পর্যটন’ খুলনায় সেমিনার

0
12

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
“মুজিব’স বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে পর্যটন” শীর্ষক অনলাইন প্লাটফরমে বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন। খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো: জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মো: জাবের। উপ-সচিব ইসরাত জাহান কেয়ার সঞ্চালনায় এ সেমিনানে স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্ব্বিক) আব্দুর রশিদ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন বলেন, ‘ব্রান্ডনেম একটি দেশের পরিচয়, যা পর্যটন শিল্প বিকাশে খুবই গুরুত্বপূর্ন। সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশের কাছে আকর্ষনীয় নন্দিত ব্যক্তিত্ব। এই আকর্ষনের পাশাপাশি রয়েছে প্রকৃতির অপরূপ সৃষ্টি ব-দ্বীপ অনিন্দ্য সুন্দর বাংলাদেশ। এই দুই আকর্ষনকে কাজে লাগিয়ে সৌন্দর্যের লীলাভূমী বালাদেশে পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভবনা রয়েছে। এখাতে কমপক্ষে ৭২ লাখ ৮৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এ জন্য প্রতিটি জেলার প্রতিটি পর্যটন স্পট চিহ্নিত করে সন্মিলিত উদ্যোগে সুচিন্তিত মতামতের ভিত্তিতে মাস্টারপ্লান তৈরী করা হচ্ছে। যা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে স্মার্ট পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি করবে। আশাতীত বৈদেশিক মূদ্রা অর্জিত হবে। পর্যটন শিল্পে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়াবে। এ লক্ষ্যে শতাধিক বিষয় অন্তভুক্ত করে মন্ত্রী পরিষদ বিভাগে একটি প্রস্তবনা গ্রহন করা হয়েছে।’