প্রতিদিনের ডেস্ক
মুদ্রা নিক্ষেপ বা কয়েন টসের মাধ্যমে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় নর্থ ক্যারোলাইনার একটি শহরের মেয়র। শুক্রবার ইউনিয়ন কাউন্টি নির্বাচন বোর্ড সভায় এই টস হয়। দুই প্রতিদ্বন্দ্বী সমান ভোট পাওয়ায় এই পদ্ধতিতে মেয়র নির্বাচনের এই ব্যবস্থা করেছে নির্বাচন বোর্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইউনিয়ন কাউন্টি নির্বাচন বোর্ড সভায় পুনরায় তাদের ভোট গণনা করা হয়েছে। আইনে বলা আছে, ভোটের ফলাফল সমান হলে বিকল্প উপায়ে ফলাফল নির্ধারণ করা যেতে পারে।প্রতিবেদনে থেকে জানা গেছে, মনরোর মেয়র হওয়ার দৌড়ে রবার্ট বার্নস ও বব ইয়ানাসেক প্রত্যেকে ৯৭০ ভোট পেয়েছেন। ৭ নভেম্বরের নির্বাচনের ব্যালটে পাঁচজন মেয়র প্রার্থী ছিলেন। নির্বাচনে দুজন সমান ভোট পেলে কয়েন টসের ব্যবস্থা করা হয়। তাতে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বার্নস। মেরিয়ন হলওয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইউনিয়ন কাউন্টি নির্বাচন বোর্ড সভায় পুনরায় তাদের ভোট গণনা করা হয়েছে। আইনে বলা আছে, ভোটের ফলাফল সমান হলে বিকল্প উপায়ে ফলাফল নির্ধারণ করা যেতে পারে। কয়েন টসে বিজয় লাভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বার্নস বলেন, এটি দারুণ হয়েছে। নিশ্চয়ই এই বিজয়ে সৃষ্টিকর্তার হাত ছিল। হেরে সমর্থকদের সান্ত্বনা দিয়েছেন সাবেক শার্লট-মেকলেনবার্গ পুলিশ কর্মকর্তা ইয়ানাসেক।
