বার্তাকক্ষ ,,মেটাভার্সের পরিধি ও ব্যবহার বাড়াতে এ-সংক্রান্ত তহবিলে ১ কোটি ৮১ লাখ ডলার বিনিয়োগ করছে দক্ষিণ কোরিয়া। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি এ বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ডিজিটাল মিডিয়া প্লাটফর্ম কয়েনটেলিগ্রাফ সূত্রে এ তথ্য জানা গেছে।
টেক টাইমসের খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া মেটাভার্সের সম্ভাবনাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে। দেশটি এমন এক সময়ে মেটাভার্স প্রকল্পে গুরুত্ব দিচ্ছে যখন অনেক দেশ ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এছাড়া বিভিন্ন কোম্পানি এরই মধ্যে মেটাভার্স প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এক প্রেস বিজ্ঞপ্তিতে দক্ষিণ কোরিয়ার সরকার মেটাভার্স খাত উন্নয়নে ৪ হাজার কোটি কোরিয়ান ওন বা ৩ কোটি ২ লাখ ডলারের অধিক তহবিল প্রতিষ্ঠা করতে চাইছে। এ লক্ষ্য বাস্তবায়নে এরই মধ্যেই ২ হাজার ৪০০ কোটি ওন বা ১ কোটি ৮১ লাখ ডলার বিনিয়োগ করেছে।
কয়েনটেলিগ্রাফ বলছে, মেটাভার্স তহবিল মেটাভার্স ইকোসিস্টেমে বিভিন্ন প্রতিষ্ঠানের একীভূতকরণ এবং অধিগ্রহণে সহায়তা করবে। বৈশ্বিক টেক জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতা করতে সরকার দেশীয় মেটাভার্সসম্পৃক্ত ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করার পরিকল্পনা করেছে।
দক্ষিণ কোরিয়া বেসরকারি খাত থেকে মূলধন সংগ্রহের মাধ্যমে স্থানীয় প্রতিষ্ঠানকে মেটাভার্সের সঙ্গে এককরণ ও অধিগ্রহণে সক্রিয়ভাবে সহায়তা দেয়ার লক্ষ্য রাখে। তবে বিনিয়োগ ঝুঁকির বিবেচনায় সরকার একমত যে ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা কঠিন।