মোংলা সংবাদদাতা
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা গোমতি জনসাধারনের জন্য উন্মক্ত রাখা হয়েছে। মঙ্গলবার( ২১ নভেম্বর) বাংলাদেশ নৌবাহিনীর দিঘরাজ নৌ ঘাটিতে উন্মক্ত রাখা হয় বানৌজা গোমতি জাহাজটি। এর ফলে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার বহু মানুষ যুদ্ধ জাহাজটি দেখতে ভিড় জমান দিঘরাজ নৌঘাটিতে। উপস্থিত দর্শনার্থীরা নৌবাহিনী দেওয়া নিয়ম-কানুন মেনে যুদ্ধজাহাজ বানৌজা গৌমতি পরিদর্শন করেন। এ সময় নৌবাহিনীর দায়িত্বরত সদস্যরা দর্শনার্থীদের তাদের দায়িত্ব ও কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে জানা যায়, মোংলা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ‘বানৌজা গোমতী’ নৌবাহিনীর আইল্যান্ড-শ্রেণির একটি উপকূলীয় টহল জাহাজ। এতে বেশকিছু যুদ্ধ সরঞ্জাম সংযুক্ত রয়েছে। জাহাজটি গভীর সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।
মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত ‘বানৌজা গোমতী’
Published on
