মাগুরা সংবাদদাতা
মাগুরার মহম্মদপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় বোরহান উদ্দিন (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক বোরহান উদ্দিনের বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের নিত্যনন্দপুর গ্রামে। তিনি ওই এলাকার মাওলানা মাহফুজুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) সকালে বোরহান উদ্দিন মোটরসাইকেলে করে কর্মস্থল মহম্মদপুরের হরেকৃষ্ণপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে রামপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। হরেকৃষ্ণপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।