উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ :
মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপায় বাকপ্রতিবন্ধী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঝাঁপা সড়কে দুর্ঘটনায় তারেক হোসেন (১৬) নামের ওই স্কুলছাত্র আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে যায় মারা যায়। তারেক স্থানীয় একটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ও বাগাডাঙ্গী গ্রামের রব্বানী গাজীর ছেলে।
জানা গেছে, বাকপ্রতিবন্ধী তারেক গতকাল সকালে তার প্রবাসী ভাইয়ের মোটরসাইকেল চালিয়ে ঘুরতে বের হয়। ঝাঁপা মাদ্রাসা মোড় থেকে ঝাঁপা বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিন ভ্যানের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে ও স্বজনদের খবর দিয়ে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গতকাল সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন ও তার চাচা কদম আলী মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।