নিজস্ব প্রতিবেদক :
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধু হতাহতের মামলার মাইক্রোবাস চালক ডাবলু রহমানকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই এনামুল হক। অভিযুক্ত ডাবলুর রহমান চৌগাছার বড়কাবিলপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, গত ১২ জুলাই সকালে যশোর শহরের পুরাতন কাঁঠালতলার ইকবাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া জাহিদুল ইসলাম জাহিদের ছেলে স্বাধীন শেখ তার দ্ইু বন্ধু হাসান ও ইমনকে মোটরসাইকেলে করে চৌগাছায় যাচ্ছিলো। পথিমধ্যে চৌগাছার কয়ারপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ বন্ধু গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক স্বাধীন শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে মাইক্রোচালককে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় মাইক্রোবাস চালক ডাবলুকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।