Friday, December 8, 2023
Homeজাতীয়মোহাম্মদপুরে ‘বাসে আগুন দিয়ে পালানোর সময়’ একজনের মৃত্যু

মোহাম্মদপুরে ‘বাসে আগুন দিয়ে পালানোর সময়’ একজনের মৃত্যু

Published on

সাম্প্রতিক সংবাদ

দেশে তৈরি প্রথম ল্যাপটপ উন্মোচন ইনফিনিক্সের

প্রতিদিনের ডেস্কপ্রথমবারের মতো বাংলাদেশের বাজারে ল্যাপটপ উন্মোচন করেছে ইনফিনিক্স। ব্র্যান্ডটির নতুন ল্যাপটপ ইনবুক ওয়াই...

চলতি মাসেই গ্যালাক্সি বুক ৪ আনবে স্যামসাং

প্রতিদিনের ডেস্ক দুই সপ্তাহের মধ্যে মিটিয়র লেক প্রসেসর উন্মোচন করতে পারে ইন্টেল। এর সঙ্গে গ্যালাক্সি...

ফেসবুক-মেসেঞ্জারে এনক্রিপশন সুবিধা চালু করছে মেটা

প্রতিদিনের ডেস্ক ফেসবুক ও মেসেঞ্জারের সব ব্যক্তিগত কথোপকথন ও কলের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার আনছে...

বিয়োগান্তক প্রেমের স্মারক ‘বাকরখানি’

ফারিহা আজমিন হাল জামানার ধরন অনুসারে দ্রুতই বদলাচ্ছে মানুষের রুচি। পুরোনো দিনের অনেক কিছুই হারাতে...

প্রতিদিনের ডেস্ক
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দিন রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে ‘বাসে আগুন লাগিয়ে পালানোর সময়’ একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বর্তমান আদাবর থানাধীন ৩০নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আবদুর রশিদ। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, দলের ঝটিকা মিছিল শেষে ফেরার পথে তুলে নিয়ে পিটিয়ে তাকে নির্মাণাধীন ভবন থেকে ফেলে হত্যা করা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, রবিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুর থানার টাউন হল শহীদ পার্ক জামে মসজিদের সামনে পরীস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব-১১-৭৩২৯) আগুন দেয় হরতাল সমর্থনকারী।

এতে বাসের সব সিট পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ‘যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিলে আসাদ এভিনিউ সড়কের পাশের নির্মাণাধীন বহুতল ভবনে উঠে যান ওই ব্যক্তি। পরে ভবন থেকে নিচে পড়ে মারা যান তিনি। তার কাছে একটি আইডি কার্ড পাওয়া গেছে। সেখানে তার নাম লেখা আব্দুল রশিদ। বয়স আনুমানিক ৩৬ বছর।’ তরিকুল ইসলাম নামে প্রত্যক্ষদর্শী এক রিকশাচালক বলেন, ‘সাত থেকে আট জন লোক চলন্ত বাসটিকে থামিয়ে যাত্রীদের নেমে যেতে বলে। পরে তারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। সলিমুল্লাহ রোডের দক্ষিণ মাথার উল্টাপাশে মোহাম্মদপুর ক্লাবের মাঠ দিয়ে পালিয়ে যায়।’ লাশ উদ্ধারের সময় স্থানীয় লোকজন জানান, ৭ তলা ওই ভবন থেকে পাশের তিনতলা একটি ভবনের ছাদে লাফ দেন ওই ব্যক্তি। কিন্তু তিনি দুই ভবনের মধ্যখানে পড়ে যান, এতেই তার মৃত্যু হয়েছে। এদিকে মো. আবদুর রশিদের পরিচয় নিশ্চিত করে ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, হরতালের সমর্থনে মোহাম্মদপুর টাউন হল এলাকায় ঝটিকা মিছিল শেষে ফেরার পথে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের সামনে থেকেই আবদুর রশিদকে তুলে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে নির্মমভাবে হত্যা করে। পরে দুপুরের দিকে স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ব্যক্তির লাশ নিয়ে যায় মোহাম্মদপুর থানা পুলিশ। আর পুড়ে যাওয়া বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আগে ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের চার রাস্তা মোড়ে পার্ক করে রাখা স্বাধীন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এই ঘটনায় দুজনকে আটক করেছেন স্থানীয়রা। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা শুরু

প্রতিদিনের ডেস্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (৮...

সাদিকের সময় নিয়োগ পাওয়া ১৩৪ কর্মচারী চাকরিচ্যুত

প্রতিদিনের ডেস্ক আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার ২৮ দিনপর...

গৌরবদীপ্ত বিজয়ের মাস

তাহমিনা আক্তার ২ লাখ মা-বোনের সম্ভম আর ৩০ লাখ শহীদের রক্ত রাঙা আমাদের প্রিয় স্বাধীনতা।...