প্রতিদিনের ডেস্ক
সাঁঝের মায়ায় এভাবে তাকায়নিতো কেউ,
এভাবে বলেনিত কেউ আমায়-
বৈতাল সুরে সন্ধ্যার গা ঘেঁষে তোর বুকে ডুব দেব মরণ নেশায়!
সেই বিবাগী সুরে কি যে ঢেউ!
শিউলি ভোর গড়িয়ে যায় আদ্রতায়,
ভরা ভাদ্রে তবু বর্ষা নামায়,
আমনের ক্ষেতে বাতুল দোলায়,
বুকের জমিন ফসলি উর্বর-
স্বপ্ন সুখে কি আবেশ খেলায়,
এমনি করে আগে বাধেনিতো কেউ আমায়!
কণ্ঠা হারায় উৎকণ্ঠা যবে,
ভাবনা আমার দোলায় সেই ক্ষণে!
তোর সাথে আমার মিশে যেতে মানা নেই,
রংধনুর সাত রঙের মতো,
মোহনায় মিশে যাওয়া দুটি ধারার মতো,
শেকড়ের সাথে মাটির বুনট যেমন-
আঁকড়ে ধরে বেঁচে থাকার তীব্র আকাঙ্খায়,
ঢেউয়ের তোড়ে বাধসাধে একে অপরের তরে,
তেমনি তীব্রতায়-
আঁকড়ে ধরতে বাঁধা নেই!
