Monday, December 4, 2023
Homeঅর্থনীতিএখনি কমছে না আলু-পেঁয়াজের দাম, সময় লাগবে ধারণা বাণিজ্যমন্ত্রীর

এখনি কমছে না আলু-পেঁয়াজের দাম, সময় লাগবে ধারণা বাণিজ্যমন্ত্রীর

Published on

সাম্প্রতিক সংবাদ

ঢাকার তিন আসনে মনোনয়ন বাতিল হলো ১৫ প্রার্থীর

প্রতিদিনের ডেস্ক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়ন বাছাই প্রক্রিয়া। এরই মধ্যে...

শুরুতে সূচক ঊর্ধ্বমুখী, লেনদেনে ভালো গতি

প্রতিদিনের ডেস্ক সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের...

শেখ মণির হাতেই রোপিত হয়েছে যুব রাজনীতির বীজ

মানিক লাল ঘোষ ক্ষণজন্মা এক কীর্তিমান পুরুষ শেখ ফজলুল হক মণি। মেধা আর মননে আপাদমস্তক...

গৌরবদীপ্ত বিজয়ের মাস

জিনিয়া রাজিন বিজয়র মাস ডিসেম্বর। লাখো শহীদের রক্তে রঞ্জিত। ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হওয়া পর...

প্রতিদিনের ডেস্ক
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত পেঁয়াজের দাম কমবে না। আগামী মাসে ‘মুরিকাটা’ পেঁয়াজ বাজারে আসলে দাম কমতে শুরু করবে। আমদানি করা পেঁয়াজের স্টক শেষ হয়ে গেছে। দাম বেশি পড়ে যাওয়ায় ভারত থেকে এখনই পেঁয়াজ আমদানি করা সম্ভব হচ্ছে না। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানি করা আলু বাজারে মাত্র আসা শুরু করেছে। আরও আসতে থাকলে আলুর দাম কমে যাবে। একইসঙ্গে নতুন আলু বাজারে আসতে আরও মাসখানেক সময় লাগবে। তখন দামে প্রভাব পড়বে।’ বুধবার (৮ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, ‘মূল্যস্ফীতি না কমলে জিনিসপত্রের দাম কমানো অসম্ভব হয়ে যায়। মূল্যস্ফীতি না কমা পর্যন্ত সব জিনিসের দাম বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে কমানো সম্ভব নয়, এটাও বুঝতে হবে।’
মন্ত্রী জানান, বিশ্ব বাজারে জিনিসপত্রের দামের ব্যাপারে মিডিয়া যদি পজিটিভ খবর প্রচার করে তাহলে ভোটারদের ওপর এর প্রভাব পড়বে না। পণ্যের দাম শুধু দেশেই বাড়েনি, সারা বিশ্বের চিত্র একই। তবে এসব কাটিয়ে উঠে আগামীতে এর সুফলও পাবে মানুষ।’ তিনি বলেন, ‘চিনির দাম কমানো যাবে না। কারণ, বিশ্ব বাজারে দাম কমেনি।’ বাংলাদেশে ভোটের চিত্র একেক এলাকায় একেকরকম, তাই পণ্যের দামের কারণে ভোট কমে যাবে না, এটা মনে করেন না বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায় চাঁদাবাজি এবং পরিবহন খরচের কারণে। জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রভাবও এর ওপর পড়ছে। তবে দেশে উৎপাদিত শাক-সবজি বাজারে আসতে শুরু করলে দুই-এক সপ্তাহের মধ্যে দাম কমতে শুরু করবে।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমতি পেতে দেরি হওয়ায় পণ্য আমদানি করতে দেরি হয়, এর কারণে বাজারে দামও বেড়ে যায়। এর দোষ বাণিজ্য মন্ত্রণালয়ের না। বাণিজ্য মন্ত্রণালয় চাইলেও সময় মতো আমদানি করতে পারে না।’ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, কিন্তু ভোট চাইতে তো এলাকায় যেতে হবে কদিন পর, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, তার নির্বাচনি এলাকা রংপুরে প্রচুর আলু, পেঁয়াজ উৎপাদন হয়, তাই সেখানে এসব জিনিসের দাম বাড়েনি। রংপুরের নারীরা তিন বেলা ঠোঁটে লিপস্টিক দিয়ে কাজ করে। সেখানে অভাবের কোনও চিহ্ন নেই। তাই ভোট নিয়ে চিন্তা করছি না।’

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

শুরুতে সূচক ঊর্ধ্বমুখী, লেনদেনে ভালো গতি

প্রতিদিনের ডেস্ক সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের...

ফের বাড়ল এলপিজির দাম

প্রতিদিনের ডেস্ক আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে ভোক্তাপর্যায়ে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩...

নভেম্বরে রেমিট্যান্স এলো ২১১৮১ কোটি টাকা

প্রতিদিনের ডেস্ক সদ্যবিদায়ী নভেম্বর মাস শেষে ১৯৩ কোটি ডলার বা ১.৯৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে...