বার্তাকক্ষ
রিয়াদ মাহরেজের প্রথমার্ধের গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। জোসকো জিভারদিওলের দ্বিতীয়ার্ধের হেডে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে আরবি লাইপজিগের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরছে তারা। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করলেন কোচ পেপ গার্দিওলা। তবে ফলের জন্য নয়, খেলোয়াড়দের ভেঙে পড়ার কারণে। শেষ বাঁশি বাজার পর খেলোয়াড়দের একত্র করেন গার্দিওলা। খেলোয়াড়রা ম্যাচ শেষ হওয়ার পর মাথা নত করায় অখুশী তিনি। ম্যাচ শেষে স্প্যানিশ কোচ বলেছেন, “তাদের মাথা নত ছিল। আমি বলেছি, ‘তোমরা কেন মাথা নত করেছো, মাথা উঁচু রাখো। তোমরা যেভাবে খেলেছো, সত্যিই ভালো ছিল।’ লোকেরা যদি পছন্দ না করে, ব্যাপার নয়।” পরের লেগ নিজেদের মাঠে। প্রথম লেগের ভুলগুলো শুধরে নিয়ে জিততে আশাবাদী গার্দিওলা, ‘খেলা সত্যিই ভালো ছিল। যেভাবে আমাদের খেলা উচিত ছিল, সেভাবেই খেলেছি। আমাদের গতি ছিল না, প্রথমার্ধে নিয়ন্ত্রণে ছিল ম্যাচ, সেট পিসও বেশ কাছাকাছি ছিল। ম্যানচেস্টারে আমাদের একটি ম্যাচ আছে, দেখা যাক কে জেতে।’
