নিজস্ব প্রতিবেদক :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত রোববার উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের নির্দেশে রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেয়া হয়।
রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানে হয়, বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেনÑমনিরুল ইসলাম হৃদয় ও আসিফ আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ‘রুলস অফ ডিসিপ্লিন ফর স্টুডেন্টস’ অনুযায়ী তাদেরকে বহিষ্কার করা হয়। সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির তদন্ত চলাকালে তাদের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে শহিদ মসিয়ূর রহমান হলের প্রভোস্টকে বহিষ্কৃত শিক্ষার্থীদের হলে প্রবেশ ও অবস্থান না করতে দেয়ার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। তবে তদন্ত কমিটির তদন্ত কাজে সহায়তা করার জন্য তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে ।
ঐবিপ্রবিরে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী হাসানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ উদ্দিন ও সদস্য সচিব প্রক্টর ড. হাসান মো. আল ইমরান। তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।