যশোরে ইনো লুব্রিকেটিং কারখানায় ভেজাল মবিল তৈরির অভিযোগ

0
11

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার হামিদপুর নুড়িতলায় দীর্ঘদিন ইনো লুব্রিকেটিং নামে কারখানা ভেজাল মবিল তৈরি করা হচ্ছে। পরে ওই ভেজাল মবিল যশোর শহর ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সরবরাহ করা হচ্ছে। এ ভেজাল মবিল তৈরি ও বাজারজাত করার পিছনে প্রশাসনের কতিপয় কর্মকর্তা রয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
স্থানীয়রা জানান, নাজিম উদ্দীন ওরফে নাজিম হামিদপুর নুড়িতলায় ইনো লুব্রিকেন্টিং নামে কারখানায় ভেজাল মবিল তৈরি করছেন। বিভিন্ন জায়গা থেকে পোড়া মবিল সংগ্রহ করে বিভিন্ন মেডিসিন দিয়ে তাকে পরিস্কার বা সাদা করে কোটায় ভরে মবিল বাজারজাত করছেন। তার এ কাজ করার জন্য বিভিন্ন বাজারে লোক নিয়োগ করা হয়েছে। তারা বাজার থেকে পোড়া মবিল সংগ্রহ করে কারখানায় কৌশলে পৌছে দেয়। এরপর সেখানে আগে থেকে মবিলের বড় বড় কোম্পানির লেবেলসহ রাখা কোটায় পুরে বাজারজাত করছেন। এর বাজারজাত করার জন্য লোক নিয়োগ দেয়া আছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, যশোর শহরের বিভিন্ন মবিল দোকানে ইনো লুব্রিকেটিং এর মবিল পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠিত কোম্পানির লেভেল লাগিয়ে এসব ভেজাল মবিল প্রকাশে বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা আরো জানিয়েছেন, পরিবেশ অধিদফতর, পুলিশ প্রশাসনের লোকজনের সাথে নাজিম উদ্দীন ওরফে নাজিমের যোগাযোগ রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে ভেজাল মবিল উৎপাদন ও বিক্রি করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না। এ ব্যাপারে নাজিম উদ্দীন ওরফে নাজিমের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, ইনো লুব্রিকেটিং বৈধ লাইসেন্স রয়েছে। তারপর সবাইকে ম্যানেজ করে ব্যবসা করছি। কোন সমস্যা হচ্ছে না।