নিজস্ব প্রতিবেদক :
ইয়াবা বেচাকেনার অভিযোগে সাগর হোসেন ওরফে বাবু নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর শহরের ষষ্টিতলা (মুজিব সড়কস্থ জাহানারা এর বাড়ির ভাড়াটিয়া মৃত বাচ্চু ড্রাইভারের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। কোতয়ালি মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানান,শুক্রবার রাতে মোবাইল-১৪ ডিউটি করাকালে রাত সাড়ে ১০ টায় গোপন সূত্রে খবর পান শহরের ষষ্টিতলা বুনোপাড়া বিপি রোডস্থ জনৈক মোঃ ফজলুর রহমান খোকনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই সংবাদের পর সঙ্গীয় ফোর্সসহ ষষ্টিতলা বুনোপাড়া এলাকার ফজলুর রহমান খোকনের বাড়ির সামনে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতা সু-কৌশলে পালানোর চেষ্টাকালে উক্ত এসআইসহ ফোর্স ইয়াবা বিক্রেতা সাগর হোসেন ওররফে বাবুকে গ্রেফতার করে। পরে তার পরনের প্যান্টের বাম পাশ থেকে পলিপ্যাকে রক্ষিত ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। তার বিরুদ্ধে রাতে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে।