যশোরে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল-সমাবেশ

0
14

নিজস্ব প্রতিবেদক
শনিবার ১১ মার্চ দুপুরে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে দড়াটানা ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, আতিকুর রহমান জিহাদ প্রমুখ। নেতৃবৃন্দ শ্রমিকদের বকেয়া মজুরি ও পাওনাদি পরিশোধ না করে মদিনা হোটেল মালিককে অন্যায়ভাবে ঈদের আগে প্রতিষ্ঠান বন্ধ না করার আহ্বান জানান। নেতৃবন্দ অভিযোগ করে বলেন যে, শ্রমিকদের বকেয়া মজুরি ও পাওনা পরিশোধের জন্য মালিককে লিখিতভাবে চিঠি দেওয়ার পরও মালিক তাতে কর্ণপাত না করে প্রতিষ্ঠান বন্ধ করে অর্ধ শতাধিক শ্রমিককে পথে বসিয়েছেন। শ্রমিক নেতৃবন্দ আরও অভিযোগ করে বলেন, মালিক বিগত ১১ মাস প্রতিষ্ঠান পরিচালনা করে এখন লোকসানের অজুহাত তুলে শ্রমিকদের উৎসব ভাতা (বোনাস) প্রদান না করার পাঁয়তারা করছেন। এ প্রেক্ষিতে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে অধিকার আদায় আন্দোলন অগ্রসর করার আহ্বান জানান।