নিজস্ব প্রতিবেদক :
শহরের জেলা স্কুলের সামনে সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবস্থানকালে পুলিশের হাতে বার্মিজ চাকুসহ একজন গ্রেফতার হলেও পলাতক আরো দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে, যশোর শহরের খড়কী বামনপাড়ার স্বপন বাড়ৈ এর ছেলে উইলিয়াম টনি বাড়ৈ ওরফে বাবু ওরফে সাজু ও একই এলাকার মানিক মিয়ার ছেলে জীবন মিয়া ওরফে জীবন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলায় আদালতে ১০ সেপ্টেম্বর শনিবার সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য,গত বুধবার ৭ সেপ্টেম্বর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর এএসআই লাবলু হোসেনসহ একদল পুলিশ রাত সোয়া ৮ টার পর অভিযান চালিয়ে জেলা স্কুলের সামনে থেকে বার্মিজ চাকুসহ শহরের খড়কী কবরস্থান দক্ষিণ পাড়ার মৃত নওশের আলীর ছেলে আলম শেখকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী সাজু হোসেন ও জীবন ও শরিফুল ইসলাম পালিয়ে যায়। আটক আলম শেখ ও পলাতক আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শুক্রবার রাতে সাজু হোসেন ও জীবনকে তাদের বাড়ি হতে গ্রেফতার করে।