নিজস্ব প্রতিবেদক :
নাশকতা মামলা সন্দেহে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ১০ জনকে শুক্রবার দিবাগত গভীর রাতে গ্রেফতার করেছে। শনিবার গ্রেফতারকৃত সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার পাঁচবাড়ীয় (ইছালী) এলাকার আলমগীর হোসেনের ছেলে সোহাগ হোসেন, সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের হাবিবার খানের ছেলে তুহিন খান, শহরের জেল রোড বেলতলার তোবারক ঢালীর ছেলে শাহ আলম, সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহানুর রহমান, একই গ্রামের আবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম, কবির হোসেনের ছেলে ফাইম ইসলাম, আবুল হোসেনের ছেলে কবির হোসেন, সদর উপজেলার ছাতিয়ানতলার মৃত আক্কাস আলীর ছেলে তপন, শহরের বারান্দীপাড়ার আব্দুল করিমের ছেলে মাসুদুর রহমান রনক ও সদর উপজেলার রায়মানিক গ্রামের মৃত আজিবর মোল্যার ছেলে আসাদুজ্জামান।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই নাজমুল হাসান শুক্রবার দিবাগত গভীর রাতে গ্রেফতারকৃতদের বিভিন্নস্থান থেকে গ্রেফতার দেখায়। গত ২৭ আগষ্ট সকালে ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ এবং ১৪ নং ইউনিয়ন আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শোক সভা দোয়া মাহফিল, গরীব দুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরনের বিষয় নিয়ে সকলকে নিয়ে আলোচনা করছিল। অপরদিক, পাশবর্তী ১৩ নং কচুয়া ইউনিয়ন পরিষদের সামনে বিএনপি’র নেতাকর্মীরা দলীয় কার্যক্রমের জন্য একত্রিত হয়ে বিএনপি’র খুলনা বিভাগীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর দের উপস্থিতিতে সমাবেশ হচ্ছিল। উক্ত সমাবেশ থেকে আওয়ামীলীগের অনুষ্ঠানে হামলা ককটেল বিস্ফোরণসহ হামলার অভিযোগে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় কয়েকদিনের ব্যবধানে নাশকতাসহ হামলার ঘটনায় দু’টি মামলা হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃতদের আটক দেখানো হয়েছে।