নিজস্ব প্রতিদেক :
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর সদর থানা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শনিবার দুপুরে শহরের মাইকপট্টি থেকে বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদর থানা কমিটির সভাপতি শাহরিয়ার আমির, সাধারণ সম্পাদক অ্যাড. আহাদ আলী লস্কর, সহ-সভাপতি কামরুজ্জামান রাজেস ও জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম কমেছে তখন তা বৃদ্ধি করে জনগণের ওপর চাপাচ্ছে। সরকার বলছে পর্যাপ্ত সার মজুত আছে কিন্তু কৃষকরা ডিলার ও দোকানে দোকানে ঘুরেও তাদের চাহিদার সার পাচ্ছে না। এবার আমন মৌসুমে এমনিতেই বৃষ্টির অভাবে রোপণে দেরি ও সেচে মাত্রাতিরিক্ত ব্যয় হয়ে গেছে। তদুপরি প্রয়োজনের সময় সার না পেলে ফলন মারাত্মক ক্ষতিগ্রস্ত ও কৃষক বিপর্যস্ত হবে। সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণে গাড়ি ভাড়া, খাদ্য দ্রব্যসহ প্রত্যেকটি পণ্যের দাম বেড়েছে। বাড়েনি মানুষের আয়। মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমেছে। চরম দুর্বিষহ জীবনযাপন করছে সাধারণ মানুষ। করোনা মহামারি, ইউক্রেনযুদ্ধ, তাইওয়ান উত্তেজনাসহ নানা কারণে দেশে বেকার সমস্যা, মূল্য ও মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। তাই অবিলম্বে গ্রাম ও শহরে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।
যশোরে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ
Published on