সুন্দর সাহা
যশোরে পৃথক ঘটনায় দু যুবক খুন হয়েছেন। শুক্রবার রাতে যশোর শহরের বারান্দীপাড়া এবং সদর উপজেলার ঘুরুলিয়ায় এ ঘটনা দুটি ঘটেছে। গতকাল রাতে যশোরের বারান্দীপাড়া এলাকায় নাহিদ হাসান (১৮) এবং শহরতলির ঘুরুলিয়া গ্রামে ইউছুপ (২৭) নামে দু জন খুন হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। অজ্ঞাত দুর্বৃত্বেরা ছুরিকাঘাতে খুন করা হয়েছে একজন ব্যবসায়ীকে। আর ছোট ভাই খুন করেছে বড় ভাইকে। নিহত নাহিদ শেখহাটি গ্রামের বাচ্চু শেখের ছেলে এবং ইউনুছ ঘুরুলিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে । প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মোটর পার্টস ব্যবসায়ী নাহিদ হাসান রাত ৯টার দিকে শহরতলীর শেখহাটি নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একদল দূর্বৃত্ত্বরা পূর্ববারান্দী নাথপাড়া নদীর পাড়ে মাঠের মধ্যে নাহিদের গলায় ছুরিকাঘাত করে চলে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত সাড় ৮ টার দিকে ইউছুপের সাথে তার ছোট ভাই ইউনুছের পারিবারিক কলহের কারনে হাতাহাতি হয়। এসময় ইউসুফ সে তার ভাই ইউনুছের বুকে ছুরিকাঘাত করে। হাসপাতালে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতদের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার সালাউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মুলত ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে তারা মারা যায়। এক রাতে পৃথকস্থানে জোড়া খুনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো তাজুল ইসলাম বলেন, পৃথক দুটি ঘটনায়ই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারনে খুন হল পুলিশ বিষয়টি গভির ভাবে খতিয়ে দেখছে।
