নিজস্ব প্রতিবেদক
রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে যশোরে বাজারে আকস্মিক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় খাবার অযোগ্য মাংস বিক্রির অভিযোগে একজনকে জরিমানা ও মাংস ফেলে দেয়া হয়। রোববার দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আবু নওশাদের নেতৃত্বে বড়বাজারে এ অভিযান পরিচালিত হয়। রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে যশোর পৌরসভার উদ্যোগে রোববার দুপুরে বড়বাজারে অভিযান চালানো হয়। অভিযানে পৌরসভার প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম নওশাদ, সিভিল সার্জন ও জেলা প্রশাসনের প্রতিনিধি অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত এসময় মুদি দোকান, কাঁচা বাজার, মাছ বাজার, মুরগির বাজার ও গরুর মাংসের বাজারে গিয়ে দ্রব্যমূল্যের তদারকি করেন। এসময় সকলে মূল্য তালিকা প্রদর্শন ও বাড়তি মূল্য না নেয়ার জন্য নির্দেশনা দেন। একইসাথে বড়বাজার কাঠেরপুল এলাকায় শুকুর আলী নামে একজনের গরুর মাংসের দোকানে অভিযান চালানো হয়। এসময় খাবার অযোগ্য মাংস বিক্রির অভিযোগে তাকে ৫ হাজার টাকা জরিমানা ও মাংস ফেলে দেয়া হয়। পাশাপাশি তাকে চুড়ান্ত সর্তক করা হয়