Sunday, June 4, 2023
Homeশহর-গ্রামযশোরযশোরে সড়কে ঝরল দুটি প্রাণ

যশোরে সড়কে ঝরল দুটি প্রাণ

Published on

সাম্প্রতিক সংবাদ

বাজেটে শুল্ক কমানোর উদ্যোগ ইতিবাচক

বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। শুধু নিত্যপণ্য নয়, বেড়েছে বিদ্যুতের দাম, প্রাকৃতিক গ্যাস ও...

নির্বাচনী প্রচার-প্রচারণায় সরগরম সিলেট নগরী

বার্তাকক্ষ নির্বাচনী প্রচার-প্রচারণা আর মাইকিংয়ে এখন সরগম সিলেট নগরী। কে হচ্ছেন আগামী দিনের নগরপিতা আওয়ামী...

ম্যানইউকে হারিয়ে ‘ডাবল’ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

বার্তাকক্ষ ২৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের ট্রেবল জয়ের দারুণ এক হাতছানি ম্যানচেস্টার...

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ

বার্তাকক্ষ ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) ৷...

নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতরের দিন যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরো ২ জন। নিহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার দোহাকুলা এলাকার বীরডাঙ্গাপাড়ার ফরিদুল কবিরের ছেলে আল-আমিন (২০)। তিনি বাঘারপাড়া ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছেন। নিহত অন্যজন, যশোর শহরের আরএন রোড এলাকার নববধূ ঐশী (১৮)। এছাড়া আহত হয়েছেন তার স্বামী ইসমাইল (২০) ও দেবর তানজীম (০৫)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঈদের নামাজের পর আল-আমিন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে বড়ভাই ইমনকে বাঘারপাড়ার ছাতিয়ানতলা বাজারে রেখে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাড়াভিটা এলাকায় ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আল-আমিন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, বেলা সাড়ে বারোটার দিকে অপর সড়ক দুর্ঘটনায় ঐশী নামে এক গৃহবধূ মারা গেছেন। ঐশীর শ্বাশুড়ি আঁখি বেগম বলেন, ছোটছেলে তানজীমকে নিয়ে আমার বড়ছেলে ইসমাইল ও বৌমা ঐশী মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পথিমধ্যে যশোর শহরের মনিহার-বকচর সড়কে রেব ক্যাম্পের সামনে পৌঁছালে দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বৌমা মারা যায় এবং গুরুতর অবস্থায় আমার দুইছেলেকে স্থানীয় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুভাষিশ রায় জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থী এবং ঘটনাস্থলে মারা গেছেন ওই গৃহবধূ। ময়নাতদন্তের জন্য উভয়ের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা সংবাদদাতা মাগুরায় ট্রাকের ধাক্কায় মো. আব্দুল ওয়াদুদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।...

আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য হচ্ছে ‘ন্যায় কুঞ্জ’

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায় কুঞ্জ’...

বাগেরহাটে অকেজো হয়ে পড়েছে জনস্বাস্থ্য বিভাগের হাত ধোয়ার বেসিন

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট বাগেরহাটে অব্যবহৃত পড়ে আছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ করা ৩৯টি হাত ধোয়ার...