নিজস্ব প্রতিবেদক
যশোরে আলাদা অভিযানে জুয়া খেলার অপরাধ ও মাদকদ্রব্য রাখার অভিযোগে ১২জনকে আটক করেছে। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হাচান জানিয়েছেন, গত বুধবার বিদাগত রাত দেড়টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে সদর উপজেলার শাখারীগাতি গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে আব্দুর রহিমের (৩৮) বাড়িতে অভিযান চালিয়ে মোট ১২জনকে আটক করা হয়। ওই ১২জন আব্দুর রহিমের বাড়িতে টাকা ও তাস দিয়ে জুয়া খেলছিল। সেখান থেকে এক সেট তাস ও নগদ ৪০ হাজার ৬৫৭ টাকা জব্দ করা হয়েছে।
আব্দুর রহিম ছাড়াও অন্য সাতজন হলো, কচুয়া ঘাটকুল গ্রামের লতিফ মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (৪২),হাটবিলা গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে আইয়ুব আলী (৪৩), মৃত আব্দুল কাদেরের ছেলে শুকুর আলী (৫৫), রুপদিয়া কয়লাপট্টির আকবর গাজীর ছেলে বাবু গাজী (৩৫), নরেন্দ্রপুর কারিগর পাড়ার মৃত কেরাসত খানের ছেলে জাফর খান (৩৫), পদ্মবিলা পূর্বপাড়ার আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৫) এবং রুপদিয়া খানপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৫০)। উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরতলীর কেসমত নওয়াপাড়া গ্রাম থেকে ৩৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ রাহাত মাহমুদ (৩৭) নামে এক যুবককে আটক করা হয়। সে সদর উপজেলার পোস্ট অফিস পাড়ার মিনহাজ উদ্দিন সড়কের কালাম উদ্দিনের ছেলে। একই ফাঁড়ির এএসআই আরিফ হোসেন জানিয়েছেন, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শেখহাটি তারা মসজিদের পেছনের মাছ বাজার থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপুল গাজী (২২) নামে যুবককে আটক করা হয়। বিপুল শেখহাটি ফাটা গোল্লার মোড়ের ইদ্রিস আলী গাজীর ছেলে। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মতিয়ার রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার আড়পাড়া দক্ষিণপাড়ার বাওড় কান্দা মোড় থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম মিঠু (২৯) নামে এক যুবককে আটক করা হয়। মিঠু আড়পাড়া ফকিরপাড়া মোদাচ্ছের আলীর ছেলে। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই উজ্জল কবির জানিয়েছেন, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে নাজির শংকরপুর মধ্যেপাড়া থেকে ২শ গ্রাম গাঁজাসহ জামিলা খাতুন (৫৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি তিনি চাতালের মোড়ের মাহবুবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।