বার্তাকক্ষ
সেলফোন মেরামত করা ব্যয়বহুল ও কষ্টসাধ্য। বিশেষ করে কোনো মেরামতখানায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কখনো আবার ব্র্যান্ডের কেয়ার থেকে পরিষেবা পাওয়াও কষ্টসাধ্য হয়ে ওঠে। ওয়ারেন্টি যদি না থাকে, তখন সমস্যা আরো বাড়ে। এসব সমস্যার সমাধান হিসেবে সেলফ রিপেয়ার জনপ্রিয়তা পেতে শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংও এ প্রোগ্রাম চালু করেছে। বিস্তৃতির অংশ হিসেবে এবার যুক্তরাজ্যেও এ পরিষেবা আনা হয়েছে। খবর টেকটাইমস।
এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভিন্ন কোম্পানি সেলফ রিপেয়ার কিট চালু করে। সে কারণে স্যামসাংও এর পরিষেবার পরিধি বাড়াচ্ছে। এর অংশ হিসেবে যুক্তরাজ্য ও ইউরোপের অন্য দেশগুলোয় এ সুবিধা পাওয়া যাবে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে চালুর পর এবার নতুন দেশ হিসেবে যুক্ত হলো যুক্তরাজ্য। বিবৃতির তথ্যানুযায়ী, স্যামসাংয়ের সেলফোন ব্যবহারকারীরা এ সুবিধার আওতায় টুলস, পার্টস ও ডিভাইস মেরামতে নির্দেশনা পাবে। তবে শুধু গ্যালাক্সি এস২০, এস২১ ও এস২২ স্মার্টফোনের জন্য সেলফ রিপেয়ার প্রোগ্রামের সুবিধা পাওয়া যাবে। ল্যাপটপের দিক থেকে গ্যালাক্সি বুক প্রো ও গ্যালাক্সি বুক প্রো ৩৬০ রিপেয়ার প্রোগ্রামের আওতায় আছে।
রিপেয়ার প্রোগ্রামের বিষয়ে বিবৃতি দেন স্যামসাংয়ের মোবাইল এক্সপেরিয়েন্স বিভাগের প্রধান ও প্রেসিডেন্ট টিএম রোহ। তার মতে, স্যামসাং বর্তমানে এর বিভিন্ন পণ্যের স্থায়িত্ব বাড়াতে কাজ করছে। মূলত ব্যবহারকারীরা যেন দীর্ঘ সময় তাদের ডিভাইস থেকে ভালো পারফরম্যান্স পায় সেটা নিশ্চিতেই এ উদ্যোগ।
সেলফ রিপেয়ার প্রোগ্রামকে বিশ্বে ছড়িয়ে দেয়ার কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট। অর্থাৎ”বিশ্বের বিভিন্ন প্রান্তে সেলফ রিপেয়ার সলিউশন ছড়িয়ে দেয়ার জন্য কাজ করবে কোম্পানিটি। যুক্তরাজ্যের পাশাপাশি বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, দ্য নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনেও এ প্রোগ্রাম চালু করা হয়েছে।
