Saturday, September 23, 2023
Homeআইটিযুক্তরাজ্যে সেলফ রিপেয়ার প্রোগ্রাম চালু স্যামসাংয়ের

যুক্তরাজ্যে সেলফ রিপেয়ার প্রোগ্রাম চালু স্যামসাংয়ের

Published on

সাম্প্রতিক সংবাদ

উদ্যোগ নেয়া হোক কার্যকরী

বাংলাদেশ এখনো রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের আশা রাখছে। রোহিঙ্গাদের দীর্ঘদিন বহন করার মতো...

নির্বাচন বাধাগ্রস্তকারী বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনের ডেস্ক ধারণা করা হচ্ছিল, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু...

ধানক্ষেতে পোকার আক্রমণ: যা বিষেও মরছে না, দিশেহারা কৃষক

কুষ্টিয়া প্রতিনিধি আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষকরা। তবে এবার...

চৌগাছায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্বিতল ভবন, দূর্ঘটনার আশংকা

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা বাজারে জরাজীর্ণ একটি দ্বিতল ভবন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পৌর কর্তৃপক্ষ...

বার্তাকক্ষ
সেলফোন মেরামত করা ব্যয়বহুল ও কষ্টসাধ্য। বিশেষ করে কোনো মেরামতখানায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কখনো আবার ব্র্যান্ডের কেয়ার থেকে পরিষেবা পাওয়াও কষ্টসাধ্য হয়ে ওঠে। ওয়ারেন্টি যদি না থাকে, তখন সমস্যা আরো বাড়ে। এসব সমস্যার সমাধান হিসেবে সেলফ রিপেয়ার জনপ্রিয়তা পেতে শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংও এ প্রোগ্রাম চালু করেছে। বিস্তৃতির অংশ হিসেবে এবার যুক্তরাজ্যেও এ পরিষেবা আনা হয়েছে। খবর টেকটাইমস।
এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভিন্ন কোম্পানি সেলফ রিপেয়ার কিট চালু করে। সে কারণে স্যামসাংও এর পরিষেবার পরিধি বাড়াচ্ছে। এর অংশ হিসেবে যুক্তরাজ্য ও ইউরোপের অন্য দেশগুলোয় এ সুবিধা পাওয়া যাবে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে চালুর পর এবার নতুন দেশ হিসেবে যুক্ত হলো যুক্তরাজ্য। বিবৃতির তথ্যানুযায়ী, স্যামসাংয়ের সেলফোন ব্যবহারকারীরা এ সুবিধার আওতায় টুলস, পার্টস ও ডিভাইস মেরামতে নির্দেশনা পাবে। তবে শুধু গ্যালাক্সি এস২০, এস২১ ও এস২২ স্মার্টফোনের জন্য সেলফ রিপেয়ার প্রোগ্রামের সুবিধা পাওয়া যাবে। ল্যাপটপের দিক থেকে গ্যালাক্সি বুক প্রো ও গ্যালাক্সি বুক প্রো ৩৬০ রিপেয়ার প্রোগ্রামের আওতায় আছে।
রিপেয়ার প্রোগ্রামের বিষয়ে বিবৃতি দেন স্যামসাংয়ের মোবাইল এক্সপেরিয়েন্স বিভাগের প্রধান ও প্রেসিডেন্ট টিএম রোহ। তার মতে, স্যামসাং বর্তমানে এর বিভিন্ন পণ্যের স্থায়িত্ব বাড়াতে কাজ করছে। মূলত ব্যবহারকারীরা যেন দীর্ঘ সময় তাদের ডিভাইস থেকে ভালো পারফরম্যান্স পায় সেটা নিশ্চিতেই এ উদ্যোগ।
সেলফ রিপেয়ার প্রোগ্রামকে বিশ্বে ছড়িয়ে দেয়ার কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট। অর্থাৎ”বিশ্বের বিভিন্ন প্রান্তে সেলফ রিপেয়ার সলিউশন ছড়িয়ে দেয়ার জন্য কাজ করবে কোম্পানিটি। যুক্তরাজ্যের পাশাপাশি বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, দ্য নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনেও এ প্রোগ্রাম চালু করা হয়েছে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

বিশ্বব্যাপী সাধারণ মানুষের কণ্ঠস্বর সামাজিক মাধ্যম

প্রতিদিনের ডেস্ক বিশ্বে দিন দিন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। আর কমছে এনালক সিস্টেম। অনলাইন-মাল্টিমিডিয়া নির্ভরতা...

‘এলিয়েনে’র শরীর পরীক্ষা করে যা পাওয়া গেল

প্রতিদিনের ডেস্ক এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী বলে উল্লেখ করে জোড়া কঙ্কাল সামনে এনেছেন মেক্সিকোর...

স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবাখাতে প্রয়োজন সফটওয়্যার ও অবকাঠামোর উন্নয়ন

প্রতিদিনের ডেস্কস্মার্ট বাংলাদেশের জন্য ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন এবং সফটওয়্যারের ওপর...