বার্তাকক্ষ
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের পরিবহন বিভাগ (ইউএসডিওটি) থেকে বর্তমান ও সাবেকসহ মোট ২ লাখ ৩৭ হাজার সরকারি কর্মীর তথ্য চুরি হয়েছে। সাইবার হামলার মাধ্যমে এ চুরির ঘটনা ঘটেছে। খবর রয়টার্স।
হামলার বিষয়ে অবগত কয়েকটি সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের আংশিক যাতায়াত খরচ প্রদানকারী বিশেষ পরিষেবা ট্রানসার্ভের ট্রানজিট সুবিধা প্রক্রিয়াকরণ সিস্টেমে এ হামলার ঘটনা ঘটেছে। তবে ফাঁস হওয়া তথ্য কোনো অপরাধ কার্যক্রমে ব্যবহৃত হয়েছে কিনা সে বিষয়ে জানা যায়নি।
ইউএসডিওটি মার্কিন কংগ্রেসকে এক ই-মেইল বার্তায় বিষয়টি সম্পর্কে অবহিত করেছে। এ লঙ্ঘনের প্রভাব পরিবহন বিভাগের কোনো নিরাপত্তা ব্যবস্থায় পড়েনি বলে রয়টার্সকে এক বিবৃতিতে জানিয়েছে ইউএসডিওটি। তবে হ্যাকিং কার্যক্রমের পেছনে কারা আছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মার্কিন ফেডারেল কর্মীদের গণট্রানজিট যাতায়াত খরচে সর্বাধিক সুবিধা ভাতা প্রতি মাসে ২৮০ ডলার। সাম্প্রতিক হামলায় ১ লাখ ১৪ হাজার বর্তমান কর্মী ও ১ লাখ ২৩ হাজার সাবেক কর্মীর তথ্য চুরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। এর আগেও বিভিন্ন মার্কিন ফেডারেল কর্মী ও সংস্থা এমন হ্যাকিং কার্যক্রমের শিকার হয়েছে।
২০১৪ ও ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ‘অফিস অব পারসোনাল ম্যানেজমেন্ট (ওপিএম)’-এ দুটি তথ্য চুরির ঘটনা ঘটে। যেখানে ২ কোটি ২০ লাখের বেশি মানুষের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য বেহাত হয়। রয়টার্সের ২০২১ সালের এক প্রতিবেদন অনুসারে, সে সময় সর্বমোট নয়টি ফেডারেল সংস্থার তথ্য বেহাত হয়েছিল।
