প্রতিদিনের ডেস্ক
গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে অসম্ভবকে করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার রাতে রান তাড়া করতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারিয়েও ২৯২ রান তাড়া করে অবিশ্বাস্য জয় পেয়েছে তারা। নিশ্চিত করেছে সেমিফাইনালও। পায়ের পেশিতে টান খাওয়া ম্যাক্সওয়েল ১২৮ বলে ২১টি চার ও ১০ ছক্কায় অপরাজিত ২০১ রান করে দলের জয় নিশ্চিত করেন। আর ৬৮ বলে অপরাজিত ১২ রানের ইনিংস খেলে তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, যেকোনো অবস্থায়, যেকোনো পরিস্থিতিতে ম্যাচ জেতা সম্ভব। ‘অবিশ্বাস্য। আসলে এটাকে কিভাবে বর্ণনা করবো ভাষা খুঁজে পাচ্ছি না। অসাধারণ এক জয়। এটা সম্ভবত এমন অসাধারণ একটি ঘটনা যা কখনো ঘটেনি। কোনো এক সময় এটা নিয়ে কথা উঠলে মানুষ হয়তো বলবে যে সেদিন আমি স্টেডিয়ামে ছিলাম। আসলে সর্বদা স্রষ্টার একটা পরিকল্পনা থাকে। প্রায় ২০০ রানে পিছিয়ে থেকে একটি ম্যাচ এভাবে জেতা, নিঃসন্দেহে বিশেষ কিছু। এটা মনে রাখা আসলে গুরুত্বপূর্ণ যে, আপনি যেকোনো অবস্থায়, যেকোনো পরিস্থিতিতে ম্যাচ জিততে পারেন। দলের মধ্যে দারুণ একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আর আমরা এখন সেমিফাইনালে, এটা আমাদের জন্য দারুণ কিছু।’ বলেন কামিন্স।শেষ ম্যাচে শনিবার পুনেতে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলে দুইয়ে অথবা তিনে থেকে শেষ হবে তাদের লিগপর্ব।
