বার্তাকক্ষ
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে সমানতালে তাল মিলিয়ে ভারত এবং হলিউডের প্রজেক্টে কাজ করছেন তিনি। নিজের এই কাজ করার বিষয়ে তিনি বলেন, তার ইগো তার কাজের থেকে বড় নয়। ২০০২ সালে বিনোদন জগতে ক্যারিয়ার শুরু করেন দেশী গার্ল। অন্যদিকে তিনি হলিউডে কাজ করছেন সেটারও দেখতে দেখতে প্রায় ৮ বছর হয়ে গিয়েছে।
কোয়ান্টিকো টিভি সিরিজে কাজ করার পর তিনি পশ্চিমের দেশে পরিচিতি পান। অন্যদিকে তাকে প্রথমবার যে হলিউডি ছবিতে দেখা গিয়েছিল সেটা হলো ‘বেওয়াচ’। ডাউনি জনসনের সঙ্গে তাকে এই ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি ২০১৭ সালে মুক্তি পেয়েছিল। কেন এ গ্ল্যামারকন্যা হলিউডের সিনেমায় কাজ করছেন এবার সেটি নিয়ে মুখ খুললেন তিনি।
‘সিটাডেল’ সিনেমার প্রচারে প্রিয়াঙ্কাকে শাহরুখ সম্প্রতি হলিউডে কাজ না করা নিয়ে যে কথাটি জানিয়েছেন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তাকে বলা হয়, ‘শাহরুখ হলিউডে কাজ করার বিষয়ে বলেছেন আমি ওখানে যাব কেন? আমি তো আরামে এখানেই আছি।’ ঠিক এ প্রসঙ্গে প্রিয়াঙ্ক বলেন, ‘আমি কমফোর্টে থাকতে পছন্দ করি না। আমি অহংকারী নই। আমি নিজেকে জানি। আমি যখন সেটে ঢুকি আমি জানি আমি কী করছি, বা করতে চলেছি।
আমার কোনো এক্সিকিউটিভের ভ্যালিডেশনের প্রয়োজন নেই। আমি অডিশন দিতে পছন্দ করি। আমি কাজ করতে ভালোবাসি। আমি এক দেশে সফল বলে সেটাকে বয়ে অন্য দেশে যেতে চাই না।’ তিনি তার কাজ প্রসঙ্গে আরও বলেন, ‘আমি ভীষণ প্রফেশনাল। আমার আশপাশের মানুষদের জিজ্ঞেস করলে ওরাও এটাই বলবে। কিন্তু আমি সেটাকে নিয়ে গর্ব করি না। আমার বাবা আর্মিতে ছিলেন। উনি আমায় ডিসিপ্লিনের গুরুত্ব শিখিয়েছিলেন।’ এ অভিনেত্রীকে আগামীতে ‘সিটাডেল’ সিনোময় দেখা যাবে। এর বাইরে ‘লাভ এগেইন, জি লে জারা’ ছবিগুলো তার হাতে আছে। এদিকে প্রিয়াঙ্কা সম্প্রতি সাউথ এশিয়ান এক্সিলেন্সের হয়ে একটি প্রিঅস্কার পার্টির সঞ্চালনা করেন। এই পার্টিটি লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছিল।