বার্তাকক্ষ ,,নারী ও শিশু আইনের ১১ এর (ক), যৌতুক সংক্রান্ত ধারা বিচারের সময় হাইকোর্ট বিভাগ ৩০২ ধারায় মৃত্যুদণ্ডে পরিবর্তন করতে পারেন কি না, এমন মামলা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
তবে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে কী দিয়েছেন সেটি রায় প্রকাশের পর জানা যাবে বলে জানিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট এসএম শাহজাহান।রোববার (১২ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। অন্যদিকে আদালতে প্রধান বিচারপতির অনুমতি নিয়ে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান।
অ্যাটর্নি জেনারেল এ মামলার শুনানিতে বলেন, একই মামলা হাইকোর্টে বিচারাধীন থাকা অবস্থায় যদি ফের নিম্ন আদালতে পাঠানো হয় তবে ভুক্তভোগীদের ভোগান্তি বাড়বে। সেই সঙ্গে এটি নিয়ে যাতে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়বিচার করেন আপিল বিভাগে সে আবেদনও করেন তিনি।
সব শুনে মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এখন পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ তাদের অবস্থান ব্যাখ্যা করবেন।