প্রতিদিনের ডেস্ক
যৌনতাবাদী মন্তব্যের কারণে নিজের ছেলেবন্ধু টেলিভিশন সাংবাদিক আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন। মেলোনি লিখেছেন, ‘আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সাথে আমার সম্পর্ক প্রায় ১০ বছর স্থায়ী হয়েছিল, এখানেই শেষ। আমাদের পথ কিছু সময়ের জন্য ভিন্ন হয়েছে এবং এটি স্বীকার করার সময় এসেছে।’ গিয়ামব্রুনো এমএফই মিডিয়া গ্রুপের অংশ মিডিয়াসেট সম্প্রচারিত একটি সংবাদ অনুষ্ঠানের উপস্থাপক। চলতি সপ্তাহে মিডিয়াসেট শো গিয়ামব্রুনোর প্রোগ্রামের অফ-এয়ার মন্তব্যগুলো সম্প্রচার করেছে। তাতে দেখা গেছে, তিনি অশ্লীল ভাষা ব্যবহার করছেন এবং একজন নারী সহকর্মীর দিকে অগ্রসর হতে দেখা গেছে। ওই নারী সহকর্মীকে গিয়ামব্রুনো বলছিলেন, ‘কেন আমি তোমার সাথে আগে দেখা করিনি?’ বৃহস্পতিবার প্রচারিত দ্বিতীয় আরেকটি রেকর্ডে গিয়ামব্রুনোকে একটি সম্পর্কের বিষয়ে গর্ব করতে শোনা গেছে। ওই সময় তাকে নারী সহকর্মীদের বলতে শোনা যায়, তারা যদি গ্রুপ সেক্সে অংশ নেয় তবে তারা তার পক্ষে কাজ করতে পারে।
যৌনতাবাদী মন্তব্যের জেরে ছেলেবন্ধুর সঙ্গে বিচ্ছেদ ইতালির প্রধানমন্ত্রীর
Published on
