Friday, June 9, 2023
Homeবিনোদনরণবীরের মায়ের চরিত্রে দীপিকা পাড়ুকোন!

রণবীরের মায়ের চরিত্রে দীপিকা পাড়ুকোন!

Published on

সাম্প্রতিক সংবাদ

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ দুঃখজনক

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা দিন দিন তৎপর হয়ে উঠছেন। গতকাল ভোরের কাগজের...

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বার্তাকক্ষ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর...

ইউক্রেনে সেনা পাঠাতে পারে জোট মিত্ররা: ন্যাটোর সাবেক মহাসচিব

বার্তাকক্ষ আসন্ন সম্মেলনে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারলে ন্যাটো জোটের কয়েকটি মিত্র দেশ কিয়েভকে...

জাপোরিজ্জিয়াতে রুশ অবস্থানে ‘সর্বাত্মক আক্রমণ’ শুরু করেছে ইউক্রেন?

বার্তাকক্ষ রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে ইউক্রেনের সেনাবাহিনী বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। সোশ্যাল মিডিয়া...

বার্তাকক্ষ
বক্স অফিসে হাল ফেরানোর ইঙ্গিত দিয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। বয়কটের ডাক উপেক্ষা করে এরই মধ্যে একদিনে ছবিটি পুরো বিশ্বে ৭৫ কোটি রুপির ব্যবসা করেছে। তবে ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয়ভাগে (পাট-২) আরও চমক রাখা হয়েছে। এতে রণবীর কাপুরের মায়ের চরিত্রে নাকি দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে।
গ্রাফিক্সের কারসাজি, রণবীর, আলিয়ার পাশাপাশি ক্যামিও চরিত্রে বলিউডের তারকারা। ‘ব্রহ্মাস্ত্র’ দেখে শাহরুখ খানের ভক্তরা তো হইচই শুরু করে দিয়েছেন। ছবির পরতে পরতে রয়েছে একের পর এক চমক।বলিউড সূত্রে জানা গেছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয়ভাগ নাকি আরও বেশি চমকপ্রদ। গুঞ্জনে রয়েছে, দ্বিতীয়ভাগে রণবীরের মায়ের চরিত্রে নাকি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে, যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন।
অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে চরিত্রে নাকি দেখা যেতে পারে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও। তবে দীপিকার বিষয়টি হলেও হৃত্বিক বা রণবীর কেউই এখনও সবুজ সংকেত দেননি।সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের মুখে পড়েছে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ও। এরই মধ্যে রণবীরের গোমাংস নিয়ে পুরোনো এক মন্তব্যের জেরে বিতর্ক উঠেছে এই ছবি নিয়ে। প্রযোজকরের চিন্তা, এই বিতর্ক হয়তো প্রভাব ফেলতে পারে বক্স অফিসে। তবে আপাতত ট্রেন্ড যা বলছে, ‘ব্রহ্মাস্ত্র’ এরই মধ্যে বক্স অফিসে আলোড়ন তুলেছে।
জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত অগ্রিম বুকিং থেকে ব্রহ্মাস্ত্র ছবির ঝুলিতে এসেছে ১৮ কোটি টাকা। মূলত এই হিসাব জনপ্রিয় মাল্টিপ্লেক্স পিভিআর, আইনক্স ও সিনেপ্লেক্সের নিরিখে। ধারণা করা হচ্ছে, শুধুমাত্র অগ্রিম বুকিং থেকেই ২৭ থেকে ৩০ কোটি রুপি পর্যন্ত আয় হতে পারে।
সম্প্রতি বলিউডে একেবারেই ভালো সময় যাচ্ছে না। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’। ‘রাখি বন্ধন’, ‘শামশেরা’, ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো সিনেমাও দর্শকদের বিশেষ পছন্দ হয়নি।
অন্যদিকে নজর কাড়ছেন দক্ষিণী সুপারস্টাররা। ‘থ্রি-আর’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’র মতো সিনেমা তুমুল ব্যবসা করেছে। এমন পরিস্থিতিতেই বি-টাউনের অনুরাগীদের ভরসা রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’। ছবির অগ্রিম বুকিংয়ের হিসাব দেখে আশায় বুক বাঁধছেন প্রযোজক-পরিচালকরা।
সূত্র: সংবাদ প্রতিদিন

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

নতুন প্রেমের গুঞ্জন

বার্তাকক্ষ বৃটিশ অভিনেত্রী ও মডেল এমা ওয়াটসন। ‘হ্যারি পটার’ সিনেমায় হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে তার অভিনয়...

কটাক্ষের শিকার

বার্তাকক্ষ মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। তবে সন্তানের বাবার পরিচয় গোপনই রেখেছেন...

নাচতে গিয়ে উল্টে পড়লেন শাহরুখ-কন্যা সুহানা

বার্তাকক্ষ আর বেশি দিনের অপেক্ষা নয়। খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন বলিউড-বাদশার কন্যা। জোয়া...