জীবনপথ
এক যুগের প্রস্থান
এক যুগের বিষণ্ণতা
এক যুগের ক্লান্তি
দুই যুগে পদার্পণ
সংগ্রামী সংক্রমণ
বিপত্তির অতিক্রম
আঁধার সরিয়ে
আলোর আগমন
জ্বলজ্বল করবে
প্রত্যাশায় পথপনে
লড়ে যাওয়ার
নামই জীবন
১০/০৬/২০২৩
প্রেমের কবিতা
তুমি আমার হাসি হয়ে থেকো
আমি তোমায় ভালোবেসে যাব
তুমি আমার শব্দ হয়ে থেকো
আমি তোমায় কাব্য দিয়ে যাব
তোমায় আমি মন ভরিয়ে
কাব্য পাঠের নির্জনতায়
অশ্রু মুছে হৃদমাজারে
ভালোবাসার চিত্র এঁকে দেব
তুমি আমার হাসি হয়ে থেকো
আমি তোমায় ভালোবেসে যাব
তুমি আমার সময় হয়ে থেকো
আমি তোমায় ভালোবেসে যাব
০৬.০৬.২০২৩
বৃষ্টিস্নান
হঠাৎ বৃষ্টি
অপলক দৃষ্টি
আমার সৃষ্টি
তোমার হাঁসি
একঘণ্টা ভেজার পর দেখে সবই কল্পনা
অতঃপর মেয়েটি বৃষ্টিস্নান করে –
চুপটি করে বসে আছে তার অপেক্ষায়
০৯/০৬/২০২৩
আত্মহনন
আত্মার মর্মঘাতী রক্তপাত
অতীত যাতনা দৃশ্যমান
প্রলুব্ধ প্রণয়ের প্রলয়শিখা
অস্থির হৃদয়ের রণক্ষেত্র
আত্নহননে হারিয়ে যায়-
জীবন বাস্তবতার অন্দরমহল
১২/০৬/২০২৩
যে পথ তোমার ছিল
তোমার পিছু পিছু, আমি চলছি পথ
তোমার পথ আমায়, আপন করবে বলে
তোমার পথ আমায়, কাছে ডাকবে বলে
যে পথ তোমার, সে পথ আমার হবে বলে
যে পথ তোমার, সে পথের পথিক আমি হব
যে পথ তোমার, সে পথ দুঃখ ভুলাবে
যে পথ তোমার, সে পথ জীবন সুন্দর করবে!
যে পথ তোমার ছিল
সে পথ আমার হল
তোমার সে পথের কাছে
শত সহস্র আবদার আমার।
১৯.০৫.২০২৩
—রত্না মাহমুদা