বার্তাকক্ষ
বছর দেড়েক আগে সংসার সড়ক ধরে প্রেমের স্কুটি চেপে দুজনেই গাইছিলেন সমস্বরে- এই পথ যদি না শেষ হয়! মাঝে অনেক প্রেমে ডুবুডুবু, কাছাকাছি পরিমাণে বিষাদের গল্প। অনেকেই ধরে নিয়েছেন, এ-তো সংসারেরই উপাখ্যান; সয়ে যাবে সব রাজ্যর চোখে চেয়ে।না, হলো না। আলাদা থাকছেন রাজ ও পরী। রাখ-ঢাক নয়, বরং তারই মাসপূর্তি সেলিব্রেট করলেন পরীমণি!
শুক্রবার (২৩ জুন) ফেসবুকে গোটা চারেক ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে সাদা শাড়িতে মোহময়ী রূপে নিজ ঘরেই ধরা দিয়েছেন তিনি। পেছনে কালো-সাদা বেলুনে সাজানো। দৃঢ়চিত্তে পরী বললেন ‘এভাবেই বছর পেরুবে, কাল পেরুবে; যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’বরাবরের মতো উদ্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি পরী। কিন্তু তার কথার নিশানায় যে শরিফুল রাজই রয়েছেন, তা বুঝতে কিংবা ধরে নিতে ভুল হচ্ছে না কারোর।
আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর কিংবা ঘোষণা এখনও পাওয়া যায়নি দুজনের পক্ষে। তবে দুজনেই আলাদাভাবে স্পষ্ট বাক্যে জানিয়ে রেখেছেন, দাম্পত্য অধ্যায়ের ইতি। পরী যেমন বলেছেন, নিজেকে আর রাজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে চান না। অন্যদিকে রাজও বেরিয়ে আসতে চাইছেন সাংসারিক শেকল থেকে।
এদিকে শরিফুল রাজ অবশ্য ব্যক্তিগত ইস্যুতে নির্বিকার। বরং কাজ নিয়ে রয়েছেন ব্যস্ততায়। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’। আপাতত এর প্রচারণায় ব্যস্ত তিনি। অন্যদিকে পরীমণিও সম্প্রতি কাজে ফিরেছেন। একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন। তবে সিনেমার কাজে কবে ফিরবেন, তা এখনও জানাননি।
