রাজধানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

0
15

বার্তাকক্ষ ,,রাজধানীর মুগদায় মরিয়ম বেগম (৪৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম খান এ তথ্য জানান।
মরিয়ম কুমিল্লার লালমাই উপজেলার মৃত সেকান্তর আলীর মেয়ে।
এসআই রেজাউল করিম খান বলেন, ‘খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে মুগদার দক্ষিণ মান্ডা এলাকার বাদশা মিয়া লেনের একটি টিনসেড বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
মৃতের স্বামী আব্দুস সালাম ও স্বজনদের বরাত দিয়ে রেজাউল করিম খান বলেন, ‘মরিয়ম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে আব্দুস সালাম তাকে বাসায় রেখে গ্রামের বাড়ি যান। শনিবার সকালে মরিয়মের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাড়ির মালিক ডাকাডাকি করেন। কোনও সাড়াশব্দ না পেয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তিনি থানায় জানান।’