প্রতিদিনের ডেস্ক॥ মাসখানেক ধরেই রাশমিকা মান্দানার সঙ্গে বিজয় দেবেরাকোন্দ্রার প্রেমের গুঞ্জন! বিনোদন দুনিয়ায় কান পাতলেই শোনা যায়, দুই তারকা একসঙ্গে বিদেশে ছুটিও কাটান সময় পেলেই। যদিও তাদের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি সম্পর্ক নিয়ে তবে এবার বিশেষ ‘বান্ধবী’র বিকৃত ভিডিও নিয়ে ছেড়ে কথা বললেন না দক্ষিণী সুপারস্টার। দিন দুয়েক ধরেই রাশমিকা মান্দানার বিকৃত ভিডিও নিয়ে তুলকালাম সোশাল মিডিয়া। কুরুচিকর এক ভিডিও দেখে অনেকেই ধন্দে ছিলেন যে নারীর মুখ দেখা যাচ্ছে, তিনি আদৌ রাশমিকা কিনা! পরে জানা যায়, প্রযুক্তির কারসাজির শিকার হয়েছেন অভিনেত্রী। এবার এ বিকৃত ভিডিও নিয়ে কড়া প্রতিক্রিয়া চর্চিত প্রেমিক বিজয় দেবেরাকোন্দ্রার তরফে।
প্রসঙ্গত, নেটদুনিয়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়া ওই বিকৃত ভিডিও নিয়ে নিজে তো বিরক্তি প্রকাশ করেইছেন, পাশাপাশি এমন কাজের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন খোদ অমিতাভ বচ্চনও। যার জন্য অভিনেত্রী নিজে বিগ বিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “আপনার মতো গুরুজন যেখানে রয়েছেন, সেই দেশকে এখনও আমি নিরাপদ বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ পাশে দাঁড়ানোর জন্য। এবার সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন বিজয় দেবেরাকোন্দ্রা। তিনি বলেন, দক্ষিণী এই ধরনের আইন ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে কারও সঙ্গে যেন এরকম না ঘটে।
পাশাপাশি একটা নির্দিষ্ট সাইবার শাখাও থাকা উচিত যারা তৎক্ষণাৎ এর নিষ্পত্তি ঘটাতে পারবে। আর শাস্তি হলে এই ধরনের অপরাধ করার আগে লোকে ভাববেন।
