প্রতিদিনের ডেস্ক
ইউক্রেনে হামলা চালাতে ৩৮টি ড্রোন পাঠিয়েছিল রুশ প্রতিরক্ষা বাহিনী। এই ৩৮টি ড্রোনের মধ্যে ২৯টি ভূপাতিত করার দাবি জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বিমান বাহিনীর সদস্যরা রাশিয়ার ভূখণ্ড থেকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ইউক্রেনে উৎক্ষেপণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি নিশ্চিত করেছে। ইউক্রেন বলছে, তারা যুদ্ধের সময় ১৫টি রাশিয়ান নৌযান ধ্বংস করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী শুক্রবার বলেছে, রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে কৃষ্ণ সাগরে মোট ১৫টি রাশিয়ান নৌযান ধ্বংস হয়েছে এবং এতে অন্যান্য আরও ১২টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন কৃষ্ণ সাগর এবং ক্রিমিয়াতে তাদের হামলা বাড়িয়েছে। সম্প্রতি কিয়েভ তিনটি হামলার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে। একটি ক্রিমিয়ার কাছাকাছি যুদ্ধজাহাজের উপর , একটি বৃহৎ অবতরণকারী জাহাজ এবং একটি সাবমেরিনে। এদিকে ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক সম্প্রচারমাধ্যমকে দেওয়া বার্তায় বলেছেন, এরই মধ্যে ১৫টি নৌযান ধ্বংস হয়েছে , ১২টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনকে নতুন নৌ যুদ্ধের চালক বলেছেন তিনি। তিনি বলেন, রাশিয়াকে কিয়েভের সমান ক্ষমতায় পৌঁছাতে পরিস্থিতি আরও কঠিন হবে। তিনি আরও বলেন, ক্রিমিয়ার দক্ষিণ-পূর্বে কৃষ্ণ সাগরের পূর্ব দিকের উভয় বন্দর এবং ইউক্রেন থেকে পরবর্তী সময়ে নভোরোসিস্কে এবং টুয়াপসেতে জাহাজগুলো স্থানান্তরিত করার কারণে রাশিয়া এখন লজিস্টিক সমস্যায় ভুগছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে এখনও পর্যন্ত রাশিয়ান কৃষ্ণ সাগর নৌবাহিনীর সদর দফতর এবং কের্চের শিপইয়ার্ডে হামলা চালিয়েছে যা এখন পর্যন্ত একটি জাহাজের ক্ষতি হয়েছে, যা এখনও বহরে যোগ দেয়নি।
রাশিয়ার ছোড়া ৩৮টির মধ্যে ২৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের
Published on
