বার্তাকক্ষ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা রাশিয়ার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রোববার (২৫ জুন) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়ার বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের অন্যান্য পশ্চিমা মিত্ররা গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে পেন্টাগন একটি বিবৃতি জারি করেছে। এতে বলা হয়েছে, প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন রাশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কানাডা, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে কয়েক ঘণ্টা কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকায় মিত্র ও অংশীদারদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সমন্বয়ে থাকবে।’ সেক্রেটারি অস্টিন আরও বলেছেন, তবে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন পরিবর্তন হবে না।
