Saturday, September 23, 2023
Homeআন্তর্জাতিকরাশিয়ার বিরুদ্ধে ভোট, মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

রাশিয়ার বিরুদ্ধে ভোট, মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

Published on

সাম্প্রতিক সংবাদ

উদ্যোগ নেয়া হোক কার্যকরী

বাংলাদেশ এখনো রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের আশা রাখছে। রোহিঙ্গাদের দীর্ঘদিন বহন করার মতো...

নির্বাচন বাধাগ্রস্তকারী বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনের ডেস্ক ধারণা করা হচ্ছিল, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু...

ধানক্ষেতে পোকার আক্রমণ: যা বিষেও মরছে না, দিশেহারা কৃষক

কুষ্টিয়া প্রতিনিধি আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষকরা। তবে এবার...

চৌগাছায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্বিতল ভবন, দূর্ঘটনার আশংকা

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা বাজারে জরাজীর্ণ একটি দ্বিতল ভবন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পৌর কর্তৃপক্ষ...

বার্তাকক্ষ
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার অপরাধে মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। গত সপ্তাহে ইউক্রেনের চারটি আংশিক অধিকৃত অঞ্চলকে সংযুক্ত করার নিন্দা জানিয়ে তিনি ভোট দিয়েছিলেন।
মাদাগাস্কারের প্রেসিডেন্ট কার্যালয়ের দুটি সূত্রের বরাত দিয়ে বুধবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার ‘অবৈধ সংযুক্তির প্রচেষ্টা’র বিষয়টিকে ভোটাভুটির মাধ্যমে নিন্দা জানায়। এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার সংযুক্তিকরণকে স্বীকৃতি না দিতে আহ্বান জানায় জাতিসংঘ।
গত সপ্তাহের ভোটে জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে এই নিন্দা প্রস্তাবে সমর্থন দেয় ১৪৩টি দেশ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতাকেও পুনর্নিশ্চিত করেছে বলে মনে করা হয়।এদিকে ভোটদান থেকে বিরত ছিল ৩৫টি দেশ। এর মধ্যে ১৮টিই ছিল আফ্রিকান। অন্যদিকে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। তবে চীন ও ভারত ভোটদানে বিরত ছিল।
প্রতিবেদনে বলা হয়, মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনার কার্যালয়ের দুই সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, রাশিয়াকে নিন্দা জানানোর প্রস্তাব সমর্থনে যারা ভোট দিয়েছেন, তাদের একজন হওয়ার কারণে পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড র‌্যান্ড্রিয়ামান্দ্রাতোকে বরখাস্ত করা হয়েছে।
চলতি বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে আফ্রিকার অনেক দেশকে কূটনৈতিক অসুবিধাজনক পরিস্থিতিতে ফেলেছে। অনেকেরই পশ্চিম ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক রয়েছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্কের জটিল ইতিহাস রয়েছে।
পশ্চিমা কিছু দেশকে হতাশ করে আফ্রিকার এসব দেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনও পক্ষ নেওয়া এড়িয়ে গেছে।গত সপ্তাহ পর্যন্ত ইউক্রেনের সংকট নিয়ে রেজুলেশনের বিভিন্ন ভোটের সময় ভোট দেওয়া থেকে বরাবর বিরত ছিল আফ্রিকার প্রাচীন এই দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার। দেশটির সরকার এসব বিষয়ে নিরপেক্ষতা ও জোটনিরপেক্ষতার কথা বলেছে।
ব্রিটিশ এই গণমাধ্যম জানায়, বরখাস্ত হওয়ার পর কোনও মন্তব্য করতে রাজি হননি রিচার্ড র‌্যান্ড্রিয়ামান্দ্রাতো।
সূত্র : রয়টার্স

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

নির্বাচন বাধাগ্রস্তকারী বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনের ডেস্ক ধারণা করা হচ্ছিল, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু...

ওয়েবসাইট আছে তথ্য নেই, হয় না হালনাগাদ

* যথা সময়ে তথ্য না পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের * নোটিশ দিয়েই দায়িত্ব শেষ কতৃপক্ষের রুহুল আমিন,...

কানাডাসন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল

প্রতিদিনের ডেস্ক কানাডাকে ‘সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল’ বলে অভিহিত করেছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র...