রোনালদোর গোল উৎসব

0
22

বার্তাকক্ষ
সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে গোল উৎসব করলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার এক হালি গোলে আল ওয়েহদার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে আল নাসর। এতেই পাঁচ ক্লাবের হয়ে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন পাঁচ বারের ব্যালন ডি‘অর জয়ী এই তারকা।
সৌদি আরবে রোনালদোর অভিষেক হয় পিএসজির বিপক্ষে। আল নাসর ও আর হিলাল এই দুই ক্লাবের সমন্বয়ে গড়া দল খেলে মেসি- নেইমারদের বিপক্ষে। সেই ম্যাচে জিতেছিলেন ম্যাচসেরা পুরস্কার। এরপর তার নিজ ক্লাব আল নাসরের হয়ে অভিষেকটা ভালো হয়নি। অনেকেই ভেবেছিলেন সৌদি আরবে ব্যর্থ হত পারেন রোনালদো। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জ্বলে উঠলেন অবশেষে। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আল নাসর। আর রোনালদো খেলেন তার অতি পরিচিত খেলা। ম্যাচের ২১ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পান রোনালদো। আর তাতেই ক্লাব ক্যারিয়ারের হয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। বিরতি থেকে ফিরে আবারো আক্রমণাত্ম খেলতে শুরু করে রুড গার্সিয়ার শিষ্যরা। ম্যাচের ৫৩ মিনিটে স্পট কিক থেকে গোল করে আল নাসরে নিজের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। ৩-০ গোলে এগিয়ে থাকার পরেও দাপট বজায় রাখে তারা। আর সেই সুযোগেই নিজের চতুর্থ গোলটি সেরে ফেলেন সিআর সেভেন। ৬১ মিনিটের মাথায় ফের গোল করেন তিনি। এরপর আর কোনো দল গোলের দেখা না পেলে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। আর এই জয়ের ফলে সৌদি প্রো লিগে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে আল নাসর। অন্যদিকে ১৬ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বর স্থানে রয়েছে আল ওয়েহদা। এক ম্যাচে বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা আল শাবাবের পয়েন্টও ৩৭।
ম্যাচে প্রথম গোল করার পরেই রোনালদো ছুঁয়ে ফেলেন পাঁচ ক্লাবের হয়ে ৫০০ গোলের রেকর্ড। তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় স্পোর্টিং লিসবনে। সেখানে গোল করেন মাত্র ৩টি। এরপর যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। দুই পর্বে সেখানে করেন ১০৩ গোল। তিনি ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। রিয়ালে ৩১১ গোলের পাশাপাশি সিরি আ’র ক্লাব জুভেন্টাসের হয়ে করেন ৮১ গোল। আল নাসরের হয়ে এর আগে করেছিলেন ১ গোল। ৫০০ গোল পূর্ণ করতে আর ১ গোল দরকার ছিল তার। তবে ৪ গোল করে ক্লাব ক্যারিয়ারে ৫০৩ গোলের মালিক তিনি। এখন পর্যন্ত আল নাসরের হয়ে পাঁচটি গোল করেছেন সিআর সেভেন। বিশ্বের পঞ্চম ফুটবলার হিসেবে এ মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার আগে এ ক্লাবে নিজেদের নাম লিখিয়েছেন পেলে। তার গোল ৬০৪টি। এছাড়া রোমারিও করেন ৫৪৪ গোল, জোসেফ বিকান করেন ৫১৮ গোল ও পুসকাস ৫১৪ গোল করেন।
ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি পোস্ট করেন সিআর সেভেন। যেখানে তিনি তার পাঁচশ গোলের জন্য অনুভূতি প্রকাশ করে বলেন, ‘চারবার গোল করা এবং ৫০০ গোল করাটা একটি দারুণ অনুভূতি ছিল।’ ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আমি যে গোলগুলো করেছি তার জন্য আমি সত্যিই খুশি, কিন্তু যে বিষয়টি আমাকে আরো খুশি করেছে তা হলো এই খেলাটি জিততে আমার সতীর্থদের সাহায্য করতে পেরে।’
এই ম্যাচের ৪ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন রোনালদো। এই নিয়ে তার গোলসংখ্যা ৫টি। তিনি আছেন ৭ নাম্বারে। ১৩ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন তার ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান তালিসকা। ১০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আরেক ব্রাজিলিয়ান আল শাবাবের কার্লোস। তালিকায় এর পরে আছেন আল ইত্তিহাদের আবদের রাজ্জাক হামদাল্লাহ। তার গোল ৯টি। এছাড়া চার নাম্বারে থাকা আল-হিলালের ওডিওন ইঘালোর গোল ৮টি। আল ফেইহার অ্যান্থনি নওকায়েমে ৬ গোল করে আছেন ৫ নাম্বারে। আর আল ফাতেহর ফিরাস আল বুরাইকান ৬ গোল করে আছেন ৬ নাম্বারে।
আল নাসরের হয়ে প্রথম ম্যাচে তার দল জয় পেলেও কোনো গোল করতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচেও ছিলেন নিষ্প্রভ। সৌদি সুপার লিগের সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তার দল। বিশ্বকাপের সময় অফ ফর্মে থাকার কারণে কয়েক ম্যাচে শুরুর স্কোয়াডে ছিলেন না রোনালদো। এর আগে তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়মিত ছিলেন না তিনি। এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় ইউনাইটেড ছাড়তে হয় তাকে। কাতার বিশ্বকাপের পর রেকর্ড পারিশ্রমিকে ইউরোপ ছেড়ে এশিয়ার দেশ সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।